ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষক ঢাকা কলেজের ড. আবদুল কুদ্দুস সিকদার 

অধ্যাপক ড.মো. আব্দুল কুদ্দুস সিকদার
অধ্যাপক ড.মো. আব্দুল কুদ্দুস সিকদার  © টিডিসি ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ কলেজ পর্যায়ে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. আব্দুল কুদ্দুস সিকদার ।  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর ঢাকা মহানগরের সদস্য সচিব প্রফেসর মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে৷  

এবছর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে ড.মো. আব্দুল কুদ্দুস সিকদার কলেজ পর্যায়ে প্রথমে ঢাকা কলেজ এবং পরবর্তীতে থানা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক  নির্বাচিত হয়েছেন। পরের ধাপে প্রতিটি বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক এবং ঢাকা মহানগরীতে শ্রেষ্ঠ শিক্ষক সহ মোট  নয় জনের মধ্যে একজনকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করা হবে বলে জানা গেছে। 

শিক্ষকতা জীবনে ড. কুদ্দুস  সিকদার বেশকিছু পাঠ্যপুস্তক প্রণয়ন করেছেন এবং গবেষণামূলক কাজের সাথে জড়িত।  তাঁর বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ ইতিমধ্যে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকেও শিক্ষা সংক্রান্ত বিষয়ে নিয়মিত কলামও লেখেন তিনি৷ এছাড়াও মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা কলেজের প্রতিটি বিভাগ এবং শিক্ষক পরিষদের পক্ষ থেকে আয়োজিত অর্ধশতাধিক সেমিনারের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন৷ তাঁর সম্পাদনায় ঢাকা কলেজ জার্নাল প্রকাশের অপেক্ষায় রয়েছে৷ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে তিনি দীর্ঘদিন ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় ফোকাল পয়েন্ট হিসেবেও কাজ করেছেন৷ 

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে দেশের সব সরকারি কলেজ 

এর পাশাপাশি তিনি ঢাকা কলেজ শিক্ষক পরিষদ এবং সেভেন কলেজ টিচার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও মনোনিত হয়েছেন৷ 

ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়ে অভিব্যক্তি জানতে চাইলে ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ৷ এখানে শিক্ষকতা করাও গর্বের বিষয়৷ দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ঢাকা মহানগরীতে অবস্থিত৷ সেখান থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ৷ এতে শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি আমার দায়বদ্ধতা অনেকাংশে বেড়ে গেলো৷  ভবিষ্যৎতেও শ্রেনী কক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থী এবং শিক্ষকদের উন্নয়নে কাজ করে যাবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence