নবীনদের পদচারণায় মুখর ইবি ক্যাম্পাস
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:৫২ PM , আপডেট: ২২ মার্চ ২০২২, ১১:১১ AM
নবীন শিক্ষার্থীদের পদচারণায় ইসলমী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস এখন মুখরিত। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগ নিজ নিজ উদ্যোগে নানা আয়োজনে তাদের বরণ করে নিয়েছে।
সোমবার (২১মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, মিষ্টি, খাবার ও উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন। বিভিন্ন বিভাগের সামনে আলপনা এঁকে নতুনদের স্বাগত জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, আল-কুরআন, ট্যুরিজম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিভাগসহ বিভিন্ন বিভাগে নাবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন এসব অনুষ্ঠান পরিদর্শন করেন এবং নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
আরও পড়ুন: দাবি আদায়ে লাগাতার অবস্থানে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা
দেশের বিভিন্ন জেলা থেকে আসা নবীন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। সেখানে বিভিন্ন ছাত্রসংগঠন এবং বিভাগের বড় ভাই-বোনরাও রয়েছেন। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে গোল হয়ে বসে নতুন সহপাঠীদের সঙ্গে পরিচিত হচ্ছেন। এসময় খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন এসব শিক্ষার্থীরা।
বিভাগের বড় ভাই-বোনরা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নবীনদের পরামর্শ দেন। এছাড়া বিভাগীয় শিক্ষকরা বিশ্ববিদ্যালয় জীবনের সময়টা কাজে লাগিয়ে কীভাবে সফল হওয়া যায় সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: কলেজের উপবৃত্তির ফরম পূরণে অর্থ আদায়ের অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী তাহমিদ হাসান অমি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে গর্ববোধ করছি। ক্যাম্পাসের প্রথম দিনে সহপাঠীদের মধ্যে একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এবং দলবেেধে ঘুরে বেড়ানোতে এখানে খুব আনন্দঘন সময় কাটছে। আগামী দিনগুলো এরকমই আনন্দঘন সময় পার করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী শারমিন আক্তার জানিয়েছে, বিশ্ববিদ্যালয় জীবনে স্বপ্নের জায়গা ইংরেজি বিভাগে কাটানো প্রথম দিনটির অনুভূতির কথা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি বড় হয়ে দেশ ও রাষ্ট্রের জন্য কাজ করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম জানান, ‘নতুন শিক্ষার্থীদের পদচারণায় খালি বাগানটা আজ ফুলে-ফলে পরিপূর্ণ হলো। স্বপ্ন পূরণে তাদের পথচলা শুরু। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নবীনদের ভূমিকা রাখতে হবে।’
স্বপ্নের সমান বড় হয়ে দেশ ও রাষ্ট্রের কল্যাণে এসব শিক্ষার্থীরা কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।