ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় জবির দুই অধ্যাপক

১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৪ AM
অধ্যাপক ড. সরকার আলী আক্কাস এবং অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম

অধ্যাপক ড. সরকার আলী আক্কাস এবং অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম © টিডিসি ফটো

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা সব নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। সেখানে অর্ধশত শিক্ষাবিদের মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুইজন অধ্যাপক। তারা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম এবং আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এসব নাম প্রকাশ করা হয়। প্রস্তাবিত ৩২২ জনের মধ্যে শিক্ষাবিদ হিসেবে রয়েছে মোট ৫০ জনের নাম। তবে প্রস্তাবিত এই ৩২২ জনের মধ্যে বিভিন্ন পেশা ও শ্রেণির অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামই রয়েছে বেশি । 

আরও পড়ুন: বাঁ পায়ে লিখেই জিপিএ-৫ পাওয়া সেই তামান্নাকে প্রধানমন্ত্রীর ফোন

প্রস্তাবিত তালিকায় এসব শিক্ষাবিদের মধ্যে রয়েছে-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক এ. কে. এম. মোস্তাফা জামান, ঢাবির সাবেক অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকিয়া পারভীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এ মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক নাজমা শাহীন, ঢাবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান।

তালিকায় আরও রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুজ্জামান, শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাবিদ অধ্যাপক ড. জহুরুল আলম, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. সেলিমুর রহমান ও এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এ কে এম সাইদুল হক চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ, বাকৃবির সাবেক অধ্যাপক মো. এমদাদুল হক চৌধুরী, বাকৃবির অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম।

আরও পড়ুন: প্রেমিকার অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে, শেকৃবি ছাত্রের ৫ বছর জেল

সাবেক অধ্যাপক জহুরুল আলম, শিক্ষাবিদ ড. এম শমসের আলী, ঢাবি অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, অধ্যাপক নাজমা শাহীন ও অধ্যাপক ড. তাসনীম সিদ্দিকী, চবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, মহাখালীর দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ ড. নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী, শিক্ষক মেঘনা গুহ ঠাকুরতা ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. ফরাসউদ্দিন।

এই তালিকায় আরো আছেন শিক্ষিকা লিনজে রিভেরো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচায ড. আবদুল লতিফ মাসুম, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সোবহানিয়া কামিল মাদ্রাসা চট্রগ্রামের অধ্যক্ষ সাইখূল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর নাসরিন আহমেদ, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মনজু, বেরোবির সাবেক ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুলাহ, ইউনিভাসিটি অফ এশিয়া প্যাসিফিকের সাবেক ভিসি ড. মো: সুলতান মাহমুদ ও শিক্ষাবিদ ও শাসন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।

৪৭ আসন ভাগ হবে কীভাবে জানালেন ১০ দলীয় জোটের নেতারা
  • ১৮ জানুয়ারি ২০২৬
চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ …
  • ১৮ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালুর দিকে যাচ্ছে ইরান
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9