স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

১০ জানুয়ারি ২০২২, ১২:১২ PM
 শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইবি প্রেসক্লাব।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইবি প্রেসক্লাব। © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি এ আর রাশেদ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান ইবনে বাশার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম রায়হান, মুনজুরুল ইসলাম নাহিদ, আদিল সরকার এবং রাকিব হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছবি অঙ্কন ছেড়ে ক্যালিগ্রাফি শুরু করেন আইআইইউসি ছাত্রী

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি শাখা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬