সমালোচনার মুখে ভর্তিতে জিপিএ নম্বর কমালো জবি
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৫:১২ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২১, ০৯:২৭ AM
তীব্র সমালোচনার মুখে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র উপর নম্বর কমিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জিপিএর উপর ১০০ নম্বরের পরিবর্তে নতুন করে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএর উপর ১০০ নম্বর নির্ধারণ করা হলে বিরুপ মন্তব্য দেখা যায়। এ বিষয়ে উপাচার্য স্যার সহ বিশ্ববিদ্যালয়ের সকল ডিনদেন নিয়ে জরুরী বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ১০০ মার্কসের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এসএসসিতে ১০ ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর ১০ নম্বর ধার্য করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমাদের এই সিদ্ধান্ত। আমরা পূর্বের সিদ্ধান্ত নেওয়ার আগে এভাবে ভেবে দেখেছিলাম না যে এবার অটোপাশ দেওয়া হয়েছে। সেজন্য ভর্তি পরীক্ষায় যারা ভালো করেছে তাদের প্রাধান্য দেওয়ার জন্য আমরা জিপিএ মার্কস কমিয়ে ২০ নির্ধারণ করেছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নাম্বারের উপর গুরুত্ব দিবো। যে কারণে এসএসসি ও এইচএসসির মার্কস ১০০ এর পরিবর্তে ২০ নির্ধারণ করা হয়েছে।