‘আমি হিরো হতে চাই’-মোটিভেশনাল অনুষ্ঠানে বললেন জাককানইবির উপাচার্য

'শিক্ষক বরণ, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও চলচ্চিত্র প্রদর্শনী' শীর্ষক মোটিভেশনাল অনুষ্ঠান

'শিক্ষক বরণ, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও চলচ্চিত্র প্রদর্শনী' শীর্ষক মোটিভেশনাল অনুষ্ঠান © টিডিসি ছবি

'আমি সেই হিরো হতে চাই, যে হিরো পৃথিবীকে পাল্টে দেয়ার ক্ষেত্রে প্রধান এবং অগ্রগণ্য ভূমিকা রাখতে পারে'- এমন মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে 'শিক্ষক বরণ, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও চলচ্চিত্র প্রদর্শনী' শীর্ষক মোটিভেশনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, এই বিভাগ, বিশ্ববিদ্যালয়, আমাদের দেশ ও সমগ্র পৃথিবীকে সুন্দর করতে হবে আপনাদের। এই আলোক মশাল আমি আপনাদের হাতে তুলে দিতে চাই। আমি যতদিন থাকবো, ততদিন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার জন্য বিভাগগুলোর যে সহযোগিতা দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ দিয়ে আমরা সাহায্য করতে চাই। উপাচার্য হিসেবে শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা আমি করতে চাই। এছাড়াও পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সত্য ও সুন্দরের পথে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো জালাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক আহমেদুল বারী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক ও নির্দেশক ড. তপন কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা সিকদার এবং সঞ্চালনা করেন একই বিভাগের শিক্ষক মাশকুরা রহমান ও রাগীব রহমান। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬