সাত কলেজ শিক্ষার্থীদের টিকা গ্রহণের সময় বাড়ছে

০৩ নভেম্বর ২০২১, ০৬:৪৫ PM
সাত কলেজ শিক্ষার্থীদের টিকা গ্রহণের সময় বাড়ছে

সাত কলেজ শিক্ষার্থীদের টিকা গ্রহণের সময় বাড়ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবেন।

আজ বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সাত কলেজের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে টিকা গ্রহণের সময় বাড়ানো হয়েছে। অনেক ইয়ারের পরীক্ষা চলমান থাকায় এসব শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারেনি। এছাড়া কিছু শিক্ষার্থী নিবন্ধন জটিলতার কারণে এখনো রেজিষ্ট্রেশনও করতে পারেনি। তবে টিকা গ্রহণের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।

পড়ুন: টিকা নিতে গিয়ে মারামারি, কলেজ ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার

গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা কলেজের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) অধ্যাপক এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত কলেজ শিক্ষার্থীদের আগামী ০৪ নভেম্বরের মধ্যে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবেন। তবে সব শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। এ সময়ের মধ্যে টিকা না নিলে পরে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিতে হবে।

এর আগে, গত ২৪ অক্টোবর (শনিবার) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ডিএসিসি কেন্দ্রে এখন পর্যন্ত কত শিক্ষার্থী টিকা নিয়েছেন সে সংখ্যা এখনো নিশ্চিত নয়।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬