ইডেনের হল খুলছে ১০ অক্টোবর
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৮:০৬ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ০৮:০৬ PM
করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১০ অক্টোবর থেকে খুলছে ইডেন মহিলা কলেজের আবাসিক হল। শনিবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, প্রাথমিক অবস্থায় স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠার অনুমতি দিব। এ সকল বর্ষের পরীক্ষা চলতি অক্টোবরেই শুরু হবে বিধায় তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, হলে উঠতে হলে আবাসিক শিক্ষার্থীদের অবশ্যই এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে। এক ডোজ টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে উঠার অনুমতি দেওয়া হবে না।
এছাড়াও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও হলে উঠানো হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে ২ অক্টোবর। আগামী ৪ অক্টোবর (সোমবার) থেকে সাত কলেজের স্নাতক তৃতীয় বর্ষ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষাও শুরু হতে যাচ্ছে ৷ কিন্তু হল না খুলে পরীক্ষা নেয়ায় থাকার জায়গা নিয়ে বেশ বিপাকে পড়েছে এসব প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীরা।