ববিতে ‘তারুণ্যের বঙ্গবন্ধু’ ও ‘স্মরণিকা’র মোড়ক উন্মোচন

০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৪ PM
'স্মরণিকা' ও 'তারুণ্যের বঙ্গবন্ধু'র মোড়ক উন্মোচন

'স্মরণিকা' ও 'তারুণ্যের বঙ্গবন্ধু'র মোড়ক উন্মোচন © টিডিসি ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কর্তৃক মুজিব জন্মশতবর্ষে 'তারুণ্যের বঙ্গবন্ধু' ও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক 'স্মরণিকা' প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির 'স্মরণিকা' ও বুধবার বিকাল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয় টিএসসি কর্তৃক  অনলাইনে 'তারুণ্যের বঙ্গবন্ধু'র মোড়ক উন্মোচন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও দর্শনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদের চিন্তা-চেতনা মন ও মননে বঙ্গবন্ধুকে ধারণ করে ভবিষ্যৎ জীবনকে সাজাতে হবে। কারণ বঙ্গবন্ধুর আদর্শকে  অনুসরণ করেই সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও ভার্চুয়াল সভায় প্রধান আলোচক হিসেবে  যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নাসরীন আহমাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “তারুণ্যের বঙ্গবন্ধু” এর নির্বাহী সম্পাদক ও ছাত্র-শিক্ষক কেন্দ্রর সাবেক পরিচালক ড. মোঃ খোরশেদ আলম। 

সভায় আরও যুক্ত ছিলেন "তারুণ্যের বঙ্গবন্ধু" সম্পাদকীয় পর্ষদের সদস্য তানভীর কায়ছার,  উন্মেষ রায়,  সিরাজিস সাদিক, সানবিন ইসলাম,  হাবিবুল্লাহ মিলন, আবু সালেম। এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬