সেপ্টেম্বরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণের দাবি জবি শিক্ষার্থীদের
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৩:৫১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৪:০০ PM
সেপ্টেম্বর থেকে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা উপাচার্য ড. মো. ইমদাদুল হকের কাছে এই দাবিতে স্মারকলিপি দেন।
তারা বলেন, গত বছর মার্চ থেকে এই আগস্ট অবধি দীর্ঘ ১৭ মাস করোনা মহামারী লকডাউনে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে। ইতিমধ্যে আমরা অনলাইনে দুই সেমিস্টারের ক্লাস, মিডটার্ম পরীক্ষা, এসাইনমেন্ট, ভাইভাও সম্পন্ন করেছি। কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি জরিপে দেখা যায়, প্রায় ৭৬ শতাংশ শিক্ষার্থী অনলাইনে সেমিস্টার পরীক্ষা দিতে সম্মতি প্রকাশ করেছে। এমতাবস্থায়, শিক্ষার্থীদের পড়াশোনা ও সেশনজটের কথা বিবেচনা করে আমাদের অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেয়ার সুযোগ করে দেয়া হোক।
শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন সাজ্জাদ হোসাইন এহসান, সাঈদুল ইসলাম সাঈদ, কনিক স্বপ্নীল, ইউনুস, শরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদাউস জুলি, ফিরোজা আক্তার, মোখলেছুর রহমান, জান্নাতুল ফেরদৌস রুনা ও মীরা সুমি।
এ সময় উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা খুব দ্রুতই সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবো। অনলাইন হোক অথবা অফলাইনে, একটা সিদ্ধান্ত আমরা নেব।