অনার্স ফাইনাল পরীক্ষা অনলাইনে নিতে চায় গাহর্স্থ্য অর্থনীতি কলেজগুলো

আজিমপুর গাহর্স্থ্য অর্থনীতি কলেজ
আজিমপুর গাহর্স্থ্য অর্থনীতি কলেজ  © ফাইল ফটো

করোনার কারণে তিনবার পরীক্ষার তারিখ ঘোষণা করেও সশরীরে ২০১৯ সালের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পরেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্গীভূত গাহর্স্থ্য অর্থনীতি কলেজসমূহ। এরপর ঢাবি থেকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার প্রাথমিক অনুমতি দেওয়া হয়। তবে এর আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার সক্ষমতা কলেজসমূহের রয়েছে কিনা তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা জানানো হয়।

জানা গেছে, এসব কলেজে ইতোমধ্যে সফলভাবে অনলাইন পরীক্ষার মক টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এখন ঢাবি থেকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হলে ৪র্থ বর্ষের অনলাইনে পরীক্ষা আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। তাছাড়া অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার পক্ষে ঢাবি ও গাহর্স্থ্য অর্থনীতি কলেজসমূহের সংশ্লিষ্টরা।

এসব কলেজের দায়িত্বে থাকা ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিহির লাল সাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫টি গাহর্স্থ্য অর্থনীতি কলেজের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার প্রাথমিক চিন্তা-ভাবনা করা হয়েছে। এজন্য প্রথমে এসব কলেজের অনলাইনে পরীক্ষা নেওয়ার সক্ষমতা রয়েছে কিনা তা দেখতে বলা হয়েছে। 

তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার সক্ষমতা থাকলে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে।

অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু বর্তমানে করোনা সংক্রমণ কমছে এবং শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সেহেতু অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষাসমূহ সশরীরে হবে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্গীভূত ৬টি গাহর্স্থ্য অর্থনীতি কলেজ রয়েছে। আজিমপুর গাহর্স্থ্য অর্থনীতি কলেজটি (নতুন নাম গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর) সরকারি। আর বাকি ৫টি বেসরকারি। এরমধ্যে একটিতে এখনও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়নি। করোনার কারণে বাকি ৫টি কলেজের ২০১৯ সালের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পরেনি কর্তৃপক্ষ।

জানা যায়, করোনার মধ্যে সশরীরে ৪র্থ বর্ষের পরীক্ষার তারিখ তিনবার ঘোষণা করেও শেষ মুহুর্তে তা নেওয়া আর সম্ভব হয়নি। পরবর্তীতে এসব কলেজ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য ঢাবিতে আবেদন জানালে পরীক্ষা নেওয়ার সক্ষমতা আছে কিনা তা জানতে চাই। এরই অংশ হিসেবে গত ২৪, ২৫ ও ২৬ আগস্ট ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইন মক টেস্ট নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে আজিমপুর গাহর্স্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ২৪, ২৫ ও ২৬ আগস্ট সব কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইন মক টেস্ট নেওয়া হয়েছে। এতে আমাদের কলেজের ৫টি বিভাগের শতভাগ শিক্ষার্থী এতে অংশ নেন। এখন বিষয়টি আমরা (কলেজসমূহ) ঢাবিকে জানাবো। সেখান থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলে আগামী সেপ্টেম্বরে হয়তো পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অনলাইন মক টেস্ট যেহেতু সফলভাবে নেওয়া হয়েছে, তাই ৪র্থ বর্ষের পরীক্ষা অনলাইনে হবে। তবে অন্যান্য বর্ষের পরীক্ষা সশরীরে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ