বাসে করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

১৫ জুলাই ২০২১, ০৯:৫৬ AM
শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দিতে কাজ চলছে

শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দিতে কাজ চলছে © টিডিসি ফটো

লকডাউনে আটকে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের নিজ জেলা শহরে পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যায়।

প্রথমদিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নড়াইল হয়ে যশোর, ক্যাম্পাস থেকে ঝালকাঠি ও পিরোজপুর, ক্যাম্পাস থেকে বাগেরহাট, ক্যাম্পাস থেকে পটুয়াখালী এবং ক্যাম্পাস থেকে বরগুনা (আমতলী) এই ৫টি রুটে বাস সার্ভিস দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৬টি ও ভাড়ায় চালিত ৩টি বাসে এই সার্ভিস শুরু করা হয়।

বাসে ওঠার আগে প্রতিটি শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়। যাদের করোনা উপসর্গ ছিল তাদেরকে আগেই এই সার্ভিস নেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভ্রমণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে নিতে হয়েছে।

এর আগে, গত ১২ জুলাই বিশেষ বাস সার্ভিস সেবা করতে আবেদন করতে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ১ হাজার ৪শ ৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। তাদেরকে নির্ধারিত জেলায় পৌঁছে দিতে আজ বৃহস্পতিবার প্রথমদিনে মোট ৯টি বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে।

বিশেষ এই সার্ভিস পেয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা। যশোরগামী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যুগান্তকারী এই সিদ্ধান্তকে আমরা শিক্ষার্থীরা সাধুবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরা স্বপ্নের মতো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে আটকে পড়া সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। যারা যারা বাস সার্ভিসের জন্য নির্দিষ্ট পন্থায় নিবন্ধন করেছে তাদেরকে নির্ধারিত জেলা শহরে পৌঁছে দেয়া হবে।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬