জাককানইবির চলমান সব পরীক্ষা স্থগিত

২৪ জুন ২০২১, ০৭:৪৪ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকা আগামীকাল থেকে আগামী ১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও সান্ধ্যকালীন এমবিএ কার্যক্রমও সে পর্যন্ত স্থগিত থাকবে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ এর কারণে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ হতে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা, নিয়োগ ও ইভিনিং এমবিএ আগামীকাল ২৫ জুন থেকে ১ জুলাই তারিখ পর্যন্ত স্থগিত করা হলো। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা চলমান থাকবে ও এর সাথে জড়িতদের জন্য চাহিদা অনুযায়ী গাড়ি চলাচল করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, বলেন,  ময়মনসিংহ প্রশাসনের সিদ্ধান্ত যদি পরবর্তীতে পরিবর্তন হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সিদ্ধান্ত পরিবর্তন করে পরীক্ষা চলমান রাখবে। আপাতত ১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম স্থগিত রাখা হলো।

এর আগে, এদিন দুপুরে এক ভার্চুয়াল সভায় গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েকটি এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। নগরীর মাসকান্দা, চরপাড়া, গাঙ্গিনাপাড়সহ বেশ কয়েকটি এলাকা থাকবে লকডাউনের আওতায়। এসব এলাকায় চলাচলে কঠোর বিধিনিষেধ থাকবে। শুক্রবার সকাল থেকে কার্যকর হবে লকডাউন। 

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬