‘অনাবাসিক’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দিন

২৯ মে ২০২১, ১২:৪৫ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন © টিডিসি ফটো

অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা সচল করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে দেশের একমাত্র অনাবাসিক সরকারি বিশ্ববিদ্যালয় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)’- এর শিক্ষার্থীরা। আজ শনিবার (২৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার সংক্রমণের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের সকল কিছু চলছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিবেন না । অনলাইনে নামমাত্র ক্লাস হলেও তা কার্যকর নয়, বিগত ৪ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে না। এই খবর শিক্ষা মন্ত্রণালয় কে দিবে?

তারা আরও বলেন, আকাশপথ, নৌপথ, হাটবাজারসহ  দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কোনো বাধাবিঘ্ন ছাড়া। শুধু বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান  বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া গার্মেন্টস,  শপিংমল সবকিছু খোলা রয়েছে। সেখানে করোনা নেই, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা হয়?

মানববন্ধনে বক্তারা বলেন, একটা জাতির ভাগ্য নির্ধারণ হয়ে থাকে শ্রেণীকক্ষে কিন্তু আপনারা জাতির ভাগ্য নির্ধারণ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সময়ে ভিডিও গেমস, মাদকাসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। অনেক মেয়ে শিক্ষার্থীরা শিকার হচ্ছে বাল্যবিবাহের। যেখানে গার্মেন্টস খোলা সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ? একজন শিক্ষার্থীর চেয়ে একজন গার্মেন্টস কর্মী বেশি সচেতন? 

“সরকার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আমাদের আবেদন হলো অনাবাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দিন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরকে ভাববেন না।”

প্রসঙ্গত, গত ২৬ মে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীদের দুই ডোজ করোনা টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা করছে সরকার। তবে জবিতে আবাসিক হল না থাকায় আজ এক কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানায় শিক্ষার্থীরা। 

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬