ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে ইবি ছাত্রলীগ

৩০ জুলাই ২০২০, ০৬:১১ PM

© টিডিসি ফটো

করোনা পরিস্থিতিতে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী ম্যুরালের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী, নৈশ প্রহরী, ভ্যানচালক ও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সংগঠনটি। এর আগে সবার মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের নেতৃত্বে এ সময় ছাত্রলীগ নেতা বিপুল খান, আলামিন জোয়ার্দার, হোসাইন মজুমদারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আমরা অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। এর মাধ্যমে একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারলেও আমাদের আয়োজন সার্থক হবে।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬