‘এক্স-এমবিএসটিইউয়ান ওয়েলফেয়ার ফান্ড’র সামাজিক সুরক্ষা বৃত্তি ঘোষণা

© ফাইল ফটো

বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর দূর্যোগের সময়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-এমবিএসটিইউয়ান ওয়েলফেয়ার ফান্ড’ সামাজিক সুরক্ষা বৃত্তি কর্মসূচীর ঘোষণা করেছে।

এই বৃত্তির আওতায় সংগঠনটি দুই লক্ষাধিক টাকা বৃত্তি দেবে। সংগঠনটির লক্ষ্য মোট ১০০ জনকে এ বৃত্তি সহায়তার আওতায় আনা। তবে প্রথম ধাপে ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৫০০ টাকা হারে বৃত্তি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে তহবিল পরিচালনা পর্ষদ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদের পক্ষ হতে জানানো হয়, গত ৪ মে প্রথম ধাপের বৃত্তির অর্থ স্ব-স্ব বিভাগের সংগঠন প্রতিনিধি ও বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে চুড়ান্ত আবেদনকারীদের মোবাইল ব্যাংকিং একাউন্টে প্রেরণ করা শুরু হয়েছে।

তবে, দ্বিতীয় ধাপে তহবিল সংগ্রহ সাপেক্ষে আরো কমপক্ষে ২৫ জনকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির যা ২০ মে এর মধ্যে সম্পন্ন করা হবে। এর আগে ৩ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলাউদ্দীন, রিজেন্ট বোর্ডের সদস্য ও বিশ্বিবদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: মাসুদার রহমানের উপস্থিতিতে একটি অনলাইন ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে এই বৃত্তি বিতরনের ঘোষণা দেওয়া হয়।

অনলাইন কনফারেন্সে পরিচালনা পর্ষদের সদস্যরা দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত থাকেন। সভার শুরুতে পর্ষদ এর পক্ষ হতে সংগঠন সৃষ্টির প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।

সভায় যোগদানকারী সকলে বর্তমান দূর্যোগের সময়ে এ ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রাক্তণ শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রমে ভবিষ্যতে সহযোগিতা ও সমর্থনদানের প্রতিশ্রুতি প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলাউদ্দীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে এ উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে যে সকল প্রাক্তন শিক্ষার্থী অনুদান দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘এমবিএসটিইউয়ান, প্রত্যকে  মোরা একে অন্যের তরে রবো নিবেদিত’ এ স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি এবার বৃত্তি কার্যক্রম শুরু করেছে। 

সংগঠনের পরিচালনা পর্ষদ জানায়, ২০১৮ সালের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আলাউদ্দীন, তৎকালীন বিভিন্ন অনুষদের ডিন ও ১৫টি বিভাগের চেয়ারম্যান স্যারদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সতন্ত্র ও স্থায়ী  এই কল্যাণ তহবিল ‘এক্স-এমবিএসটিইউয়ান ওয়েলফেয়ার ফান্ড’- এর কার্যক্রম  আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 

এ বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেকের আর্থিক অস্ব চ্ছলতার কারণে শিক্ষাজীবন বাধাগ্রস্থ হয়, আবার অনেকে বিভিন্ন জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এছাড়া বিভিন্ন আপদকালীন সময়ে শিক্ষার্থীদের সহায়তার প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে এবং বিশ্ব‌বিদ্যালয়ের প্র‌তি মাভাবিপ্র‌বি প্রাক্তন শিক্ষার্থী‌দের দায়বদ্ধতা থেকে এই স্থায়ী কল্যাণ তহবিলটি গঠন করা হয়েছ।

ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রয়োজন মাফিক শিক্ষা, চি‌কিৎসা ও মান‌বিক সাহা‌য্যের জন্য এ তহবিলের উপকারভোগী হ‌বেন। 

পরিচালনা পর্ষদ আরো জানায়, বর্তমান পরিষদ শুধুমাত্র সমন্বয়কের ভূমিকা পালন করে, এ তহবিলের প্রাণ ও প্রধান আর্থিক উৎস প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যারা স্বত:স্ফুর্তভাবে আর্থিক অনুদান দিচ্ছেন। সকল প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এখন থেকে এ তহবিলের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬