অনলাইন ক্লাসে যাচ্ছে কবি নজরুল সরকারি কলেজ

২২ এপ্রিল ২০২০, ০৫:০৬ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের বিভাগভিত্তিক অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস অনলাইন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।

আজ বুধবার টেলিফোনে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন যেমন- ফেসবুক, হোয়াটস এ্যাপ, জুম ইত্যাদির মাধ্যমে পাঠদান প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, কবি নজরুল সরকারি কলেজের ১৯টি বিভাগ রয়েছে। আশাকরি এক সপ্তাহের মধ্যেই সকল বিভাগ অনলাইনে এই কার্যক্রম শুরু করবে। সবাই নিজ নিজ বিভাগের ফেসবুক পেজ ফলো করবে। বিশেষ প্রয়োজনে নিজ নিজ বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবে। বিভাগীয় শিক্ষকরা প্রয়োজনে ছোট ছোট গ্রুপ করে এ কার্যক্রম পরিচালনা করবেন।

শিক্ষার্থীদের ঘরে থাকার বিকল্প নেই জানিয়ে অধ্যক্ষ বলেন, এই দুর্যোগে আগে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তোমরা ঘরে থাক, একান্ত দরকার ছাড়া বাইরে বের হবে না। যারা হতদরিদ্রদের ত্রাণ দিচ্ছ তারাও খুবই নিরাপদে থেকে কাজ করবে। গ্রামে যারা আছ, তারাও বেশ সতর্কে থাকবে। নিজ নিজ বন্ধুদের খোঁজ রেখো। গুজবে কান দেবে না। করোনা মোকাবিলায় সবাই সরকারি নির্দেশনা মেনে চলবে৷

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতকলেজের অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানা যায়নি।

তবে এর আগে গত সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে অনলাইন ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শুধুমাত্র ঢাবি শিক্ষার্থীদের করোনার ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাসে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৭৫ শতাংশ এমপিওভুক্ত স্কুল-কলেজকে জাতীয়করণ করবে এনসিপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬