ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ

০৮ মার্চ ২০২০, ০৫:১৪ PM

© ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষককে বিভিন্ন অভিযোগে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৮ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিননের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়র ৬২ তম সভায় তথ্য গোপনের অভিযোগ করা হয়। একইসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড হতে অব্যাহতি এবং ভবিষ্যতের জন্য ওই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে নিষিদ্ধ করা হয়।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে আসন্ন তার বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার আগে এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এদিকে, গত ৬ মার্চ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরাবর একটি পত্রের ২য় পাতার প্যারায় উল্লেখিত অভিযোগের গ্রহণযোগ্য দালিলিক প্রমানাদি ওই পত্রে স্বাক্ষরকারীকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রেরন করতে বলা হয়েছে।

ওই পত্রে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নামের স্থলে ইংরেজী বিভাগের মিজানুর রহমান এবং ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিননের স্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হকের সাক্ষর সদৃশ্য স্বাক্ষর রয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

এবিষয়ে ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন,‘আমি স্টেশনে নাই, ছুটিতে আছি। আগামী পরশু অফিস করবো, এবিষয়ে কথা বলতে হলে আগামী পরশু দিন কথা বলতে হবে।’

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬