মুজিববর্ষে অধ্যাপক কাশেম ও খুরশীদাকে সম্মাননা দিবে জাবি

০৬ মার্চ ২০২০, ০৭:৪১ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) লোক-প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম. আবুল কাশেম মজুমদার এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশীদা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করবে বিভাগটি। মুজিববর্ষ উদযাপনে লোক প্রশাসন বিভাগ বঙ্গবন্ধু সংক্রান্ত গবেষণা অবদানের জন্য এ সম্মাননার কথা জানানো হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে লোক-প্রশাসন বিভাগ। এ উপলক্ষে ১৭ মার্চ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

৩১ মার্চ ২০২০ তারিখে “বঙ্গবন্ধুর রাষ্ট্র ও প্রশাসন ভাবনা” শীর্ষক সেমিনার আয়োজন করা হবে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সেমিনারে ‘বাংলাদেশঃ স্বাধীনতা ঘোষণা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্তৃত্ব’ শীর্ষক গবেষণা প্রবন্ধ পাঠ করবেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সাবেক তথ্য কমিশনার ড. খুরশীদা বেগম।

এছাড়াও মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ০৪ এপ্রিল ২০২০ তারিখে লোক-প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ গোপালগঞ্জে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি মুজিববর্ষ উদযাপনের পরিপ্রেক্ষিতে ‘বঙ্গবন্ধুর ছবি থেকে শিক্ষার্থীদের মনোভাবনা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে।

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬