সিটি কলেজ শিক্ষার্থীদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে আদালত

  © ফাইল ফটো

সাইন্সল্যাবের সংঘর্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতারকৃত সিটি কলেজের তিন শিক্ষার্থীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদেরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করেছেন আদালত। ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত তিন শিক্ষার্থীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ৷ আসামীদের বয়স কম হওয়ায় তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিজ্ঞ আদালত৷

এর আগে গতকালের ঘটনায় আহত শিক্ষার্থী নেহালের বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে সিটি কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, আশিকুর রহমান, সাব্বির আহমেদ ও ইয়াসিন সরকার৷

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ৷ গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি মডেল থানায় সিটি কলেজের চার শিক্ষার্থীকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৮)।

ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেফতারকৃতদের বাইরে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে৷ আমাদের টিম এখনও বাইরে কাজ করছে৷ ঘটনার সাথে সম্পৃক্তদের পেলেই গ্রেফতার করা হবে ৷


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence