বর্ণাঢ্য আয়োজনে ইবিতে গ্রন্থাগার দিবস পালন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৪ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৪ PM
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ পালন করা হয়েছে। ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষর উদ্যোগে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে এ র্যালি বের হয়। এরপর র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে সমবেত হয়।
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের নেতৃত্বে এসময় র্যালিতে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খান, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহাসহ ইবি লাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।