চবির তিন অপ্রীতিকর ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন

২৯ জানুয়ারি ২০২০, ১০:৫৯ AM

পৃথক তিন অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সভায় এ কমিটিগুলো গঠন করা হয়।

ঘটনাগুলোর মধ্যে গত ১৩ জানুয়ারি মেয়েদের আবাসিক প্রীতিলতা হলের একটি কক্ষে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর মুহাম্মাদ ইয়াকুবকে প্রধান প্রধান করে কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লিজা ও প্রীতিলতা হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. শ্রীকান্ত চৌধুরী।

এছাড়া ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ ও এএইচএম জিয়াউল ইসলামকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।

পাশাপাশি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও আরএস গ্রুপের মধ্যকার সংঘর্ষের ঘটনা তদন্তে সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব ও রিফাত রহমানকে সদস্য করে পৃথম কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চবির প্রক্টর এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সবগুলো ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬