হাবিপ্রবিতে ৩০ বছর, বিদায় বেলায় স্মৃতিকাতর লাইব্রেরিয়ান

১২ জানুয়ারি ২০২০, ০৯:২৪ PM

© টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান আলহাজ্জ্ব মো: আলাউদ্দিন খানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে এক আবেগঘন পরিবেশে লাইব্রেরিয়ান আলহাজ্জ্ব মো: আলাউদ্দিন খানকে বিদায় সংবর্ধনা প্রদান করেন কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলাম,সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মো.ফেরদৌস আলম ও বিলকিস বানু ।

নিজের কর্মজীবনের অনুভূতি কথা বলতে গিয়ে আলহাজ্জ্ব মো: আলাউদ্দিন খান বলেন, আমার চাকরি জীবনের ৪১ বছরের মধ্যে দীর্ঘ ৩০ বছর এই প্রতিষ্ঠানে অতিবাহিত করেছি। ক্যাম্পাসের প্রতিটি ইট, বালু কণার সাথে আমার হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে যা স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না। দীর্ঘদিনের এই চলাফেরার সকলের সাথে পরিবারের মতো সম্পর্ক হয়েছে যা কখনো ভুলতে পারব না ।

তিনি আরও বলেন, আজকের এই দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজকের পর থেকে আমার সাথে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। যা অনেক দুঃখ ও কষ্টের। তবুও মেনে নিতে হচ্ছে,হবে এটাই নিয়ম। তবে আজকের পর আবার যখন আপনাদের কাছে আসবো ঠিক যেন এই আন্তরিকতা, ভালবাসাটুকু পাই এটাই চাওয়া। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন মো: আলাউদ্দিন খান একজন সদা হাস্যজ্জ্বল মানুষ । এই দীর্ঘ চাকরি জীবনে তিনি প্রতিটি কাজে কর্মে সততার পরিচয় দিয়েছেন। তাঁর মেয়াদকালেই লাইব্রেরিকে অনেকটা সমৃদ্ধ করতে পেরেছি, তার সহযোগিতা ছাড়া হয়তো সম্ভব হয়ে উঠতো না। বর্তমানে লাইব্রেরি ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে, খুব দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করছি ।

তিনি আরও বলেন, আলাউদ্দিন সাহেব সময়ের প্রতি খুব যত্নবান ছিলেন। তিনি সময়মতো অফিসে আসতেন কখনো কোন কাজে ফাকি দিতেন না । কোন কিছুর প্রয়োজন হলে আমাকে জানাতেন আমি সেটি করে দেয়ার চেষ্টা করতাম। লাইব্রেরিতে তাঁর অনেক অবদান রয়েছে। আমি আশা করবো, অন্য যারা কর্মকর্তা আছেন তারাও নিজের কাজ গুলো দায়িত্বের সাথে পালন করবেন । সর্বোপরি ধন্যবাদ সকলকে আর দীর্ঘায়ুও সুস্থতা কামনা করছি আপনি আপনি সব সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এটাই কামনা করি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬