চবি ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বাসচালকসহ আটক তিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা হলেন- সোহাগ পরিবহনের সেই বাসের চালক এহসান করিম (৩২), সুপারভাইজার আলী আব্বাস (৩০) ও হেলপার মো. ভুট্টু (৩০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া এলাকায়। 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) আসিফ মহিউদ্দীন বলেন বলেন, পত্র-পত্রিকার খবর দেখে পুলিশ তদন্ত শুরু করে। পরে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে ওই গাড়িটি শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে শনিবার রাত আটটার দিকে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরীর বহদ্দারহাট এলাকায় ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে সোহাগ পরিবহনের একটি বাসের চালকের দুই সহকারী। পরে ঘটনার বর্ণনা দিয়ে ওই ছাত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পোস্টটি যথারীতি ভাইরাল হলে সবাই নিন্দা জানাতে থাকে।


সর্বশেষ সংবাদ