বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন

২৩ নভেম্বর ২০১৯, ০৫:৫৯ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের তিন বছরপূর্তি উপলক্ষে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’ এর মোড়ক উন্মোচন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা পড়লে জানা যাবে, ইসলামী বিশ্ববিদ্যালয় আজ কতদূর এগিয়ে গেছে। যে জিনিস আবিষ্কৃত হয়েছে, সৃষ্টি হয়েছে সেটা আমাদের সময়-সমাজ-সংস্কৃতির উপযোগী করে আমরা সেটিকে কাস্টোমাইজ করবো। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে।’

ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা সম্পাদনা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন প্রমুখ।

উচ্চশিক্ষায় সেরা গন্তব্য হতে পারে সুইডেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ৪ হাজারের বেশি উত্তরপত্র বাতিলের নেপথ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রকাশের জেরে পাহাড়ে নিয়ে সাংবাদিককে পেটানোর হুমকি চব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬