ইবিতে আইন বিষয়ক সংগঠন নীলস’র সেমিনার

২৩ নভেম্বর ২০১৯, ০৫:৫৫ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘আইনি দক্ষতার বিকাশ এবং কর্মজীবন আলাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক আইন বিষয়ক সংগঠন দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নীলস) এর ইবি শাখা এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে আইনি দক্ষতার বিকাশ ও আইন বিষয়ক কর্মক্ষেত্রে উন্নতি সাধনের বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

নীলস এর ইবি শাখার সদস্য মুত্তাকিন হোসাইন এবং ইসরাত জাহান শায়লার যৌথ সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এছাড়া সেমিনারে রিসোর্স প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্যারিস্টার এহসানুল কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সায়েদ আহসান খালিদ, নীলস’র বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মামুন প্রমুখ।

উল্লেখ্য, উন্নত দেশগুলোর মধ্যে আইন ব্যবস্থার সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে গঠিত সংগঠন ‘দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস’ বা সংক্ষেপে (নীলস)। নীলসের সকল কার্যক্রম ইউনাইটেড কিংডম লন্ডন ক্যাম্পহাউজ থেকে পরিচালিত হয়ে থাকে। সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হলো উন্নত বিশে^র দেশগুলোর মধ্যে আইন ব্যবস্থার সম্পর্ক সৃষ্টি করা।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬