সুষ্ঠু পরিবেশে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

০৬ নভেম্বর ২০১৯, ০৪:৩৭ PM
পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

প্রশ্নফাঁস, প্রক্সি ও জালিয়াতির মতো কোন প্রকার ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) ভর্তি পরীক্ষার শেষদিন মোট চার শিফটে বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত সোমবার (৪ নভেম্বর) ধর্মতত্ত¡ অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষার দ্বিতীয়দিন মঙ্গলবার (৫ নভেম্বর) কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় কতিপয় ত্রুটি ছাড়া প্রশ্নফাঁস, প্রক্সি ও জালিয়াতির মতো কোন ঘটনা ঘটেনি। যেকেনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন নতুন বিভাগ চারুকলাসহ মোট ৩৪টি বিভাগে ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় নব্বই শতাংশ আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘গত তিনদিনের এ ভর্তি পরীক্ষা ত্রুটি মুক্তভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আশা করি, সারাদেশ থেকে সর্বোচ্চ মেধাবীদের ভর্তি করাতে পারবো।’

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬