বশেমুরবিপ্রবি ও জাবি ভিসির পদত্যাগ আন্দোলনে ববি ছাত্রফ্রন্টের একাত্মতা
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৭ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৭ PM
সম্প্রতি চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য বিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একই সাথে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের উপর প্রশাসনের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেছেন।
বরিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলিসা মুনতাজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সমর্থন ও প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছর ধরে চলে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের নানা অপকর্মের কথা আমরা জেনে আসছি। বশেমুরবিপ্রবিকে ঘিরে সাম্প্রতিক চলমান ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের যে ক্ষোভের জায়গা তৈরী হয়েছে তা কেবল আজকের ঘটনাই নয়, বেশ কিছু বছর ধরেই আত্মহত্যা,বহিষ্কারাদেশ নানা ঘটনার বহিঃপ্রকাশ।
এই বিশ্ববিদ্যালয়ের ভিসি কয়েকবছর ধরেই ছাত্রছাত্রীদের ফেসবুক লেখালেখিকে কেন্দ্র করে বহিষ্কার করা, উগ্র স্বৈরতান্ত্রিক আচরণ, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ হরণ ও নারী কেলেঙ্কারির মত ঘটনা ঘটিয়ে এসেছেন। তার সর্বশেষ পরিস্থিতি হিসেবে ফাতেমা তুজ জিনিয়া নামের এক ছাত্রীর বহিষ্কারাদেশ আমাদের সামনে এসেছে।
ঘটনা বিশ্লেষণ করে জানা যায় সামান্য একটা ফেসবুক পোষ্টকে মুখ্য ধরে এই স্বৈরতান্ত্রিক অবস্থান নিয়েছে ভিসি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। এহেন পরিস্থিতিতে ২১ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করে স্থানীয় ও বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে হামলা চালায় বশেমুরবিপ্রবির উপাচার্য।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দখলদারিত্ব মুক্ত গবেষণাবান্ধব গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।গোপালগঞ্জের ভিসিসহ গোটা দেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী ভিসি বিরোধী আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পূর্ণ সমর্থন রয়েছে।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা গোপালগঞ্জ ও জাহাঙ্গীরনগরে চলা আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। এছাড়া গোপালগঞ্জে স্থানীয় সন্ত্রাসীবাহিনী দ্বারা ছাত্রদের ওপর হামলার ঘটনায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সংগঠনটি।