ববিতে স্বাভাবিক মৃত্যুর দাবি শিক্ষার্থীদের

০৪ জুলাই ২০১৯, ০৪:২৯ PM

© টিডিসি ফটো

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচিত বরগুনার রিফাত শরীফ, ঠাকুরগাঁয়ের তানজিনাসহ ঘটে যাওয়া প্রতিটি নৃশংস খুনের বিচারিক প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করণের দাবিও করা হয় শিক্ষার্থীদের এ মানববন্ধন থেকে।

মাহমুদুল হাসান তমাল বলেন, ক্রসফায়ারের নামে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে গোটা দেশের বিচার প্রক্রিয়াকে ধ্বংস করা হচ্ছে। ক্রস ফায়ার নয় প্রতিটি মামলার সুষ্ঠু বিচারিক রায় কার্যকর করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি বলেন, কথিত বন্দুকযুদ্ধ অপরাধের মদদ দাতা এবং ক্ষেত্র বিশেষ প্রকৃত অপরাধীকেও আড়াল করা হচ্ছে। যার মাধ্যমে একটা সভ্য সমাজে ক্রসফায়ারের মত ব্যাধি বয়ে বেড়ানোটা জনগণকে বিচার বিভাগের প্রতি আস্থাশীল হবার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে উঠতে পারে।

এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি দেখা গেছে। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিসা মুনতাজ, তমাল রায়, মো. ইমন, সুজয় বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা মানববন্ধন থেকে বিচার বিভাগকে একটা পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি জানান।

এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬