নোবিপ্রবিতে বরুড়া ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

০৩ জুলাই ২০১৯, ০৪:১৭ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বরুড়া ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক রিপন চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বরুড়া উপজেলার অন্যান্য বিভাগের বিভিন্ন শিক্ষার্থী।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান, প্রচার সম্পাদক মোহাম্মদ বায়েজীদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার আঁখি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান শান্তসহ প্রমুখ।

নবগঠিত কমিটির সভাপতি আহসান উল্লাহ বলেন, বরুড়ার ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য বরুড়া ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি বরুড়ার ছাত্র-ছাত্রীদের উন্নয়ন, ভ্রাতৃত্ব এবং স্বপ্ন বাস্তবায়নে সদা কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ হলাম।

সাধারণ সম্পাদক রিপন চন্দ্র শীল বলেন, নোবিপ্রবিস্থ বরুড়ার শিক্ষার্থীদের শিক্ষার সার্বিক উন্নয়নে আমরা সবাই কাজ করে যাবো। যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজ অবস্থানে থেকে বরুড়ার উন্নয়নে কাজ করতে পারে।

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬