ক্যান্সারের কাছে হেরে গেলো বেরোবি ছাত্র লিটন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জুন ২০১৯, ০২:২৭ PM , আপডেট: ০৮ জুন ২০১৯, ০৮:২৭ PM
প্রায় এক বছর লড়াই করে অবশেষে মরণব্যাধি ক্যান্সারের কাছে হেরে গেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আনজির লিটন।
শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিটন। লিটনের বাড়ি নীলফামারী জেলার ডিমলার আলাশপুরী গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর মরণব্যাধি মেলানোমা ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন আনজির লিটন। তার ক্যানসার ধরা পড়ে শেষ পর্যায়ে এসে। মৃত্যুর দুয়ারে কড়া নাড়া লিটন চিকিৎসা নিচ্ছিলেন ভারতের ব্যাঙ্গালোর মজুমদার শাহ ক্যান্সার হাসপাতালে। ৭ নভেম্বর দেশে ফেরেন তিনি।
৬টা কেমোথেরাপি দেয়ার কথা ছিল তারমধ্যে দুইটা দেয়া হয়। চিকিৎসকেরা জানিয়ে ছিলেন তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। অবশেষে শুক্রবার ভোরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান লিটন। ছেলেকে হারিয়ে তার বাবা-মা পাগল প্রায়। শোক ছড়িয়ে পড়েছে বেরোবি ক্যাম্পাসজুড়েও। লিটনের এ মৃত্যু যেন মেনে নিতে পারছে না তার বন্ধু, শিক্ষক, ছোট ভাই এবং বড় ভাইয়েরা। তাই ক্যাম্পাস বন্ধ থাকলেও শুক্রবার বাদ জুমা ক্যাম্পাসে তার জানাজায় শরীক হন অনেকেই। সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয় লিটনকে।