ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অসহায়দের পাশে সিপিবিএস

  © টিডিসি ফটো

আর ক’দিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। আসন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী নিয়ে অসহায় লোকদের পাশে চলো পাল্টাই বন্ধু সংগঠন (সিপিবিএস)।

গত ৩০ মে বৃহস্পতিবার থেকে শুরু করে গতকাল শনিবার পর্যন্ত চলে তাদের এই বিতরণ কার্যক্রম। নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রাম থেকে সররাবাদ হয়ে ইব্রাহীমপুর পর্যন্ত ১২০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খুঁজে খুঁজে প্রকৃত অসহায়দের কাছে যেতে গত ৪ দিন ধরে চেষ্টা করে সংগঠনটির সদস্যরা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মো জামান মিয়ার নেতৃত্বে দেলোয়ার হোসেন,মুক্তার সরকার, সুমন সরকার ও হিরন মিয়াসহ চলো পাল্টাই বন্ধু সংগঠনের (সিপিবিএস) সকল সদস্যের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের ঈদ সামগ্রী বিতরণ শেষ করে।

ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে সিপিবিএস এর সভাপতি মো জামান মিয়া বলেন, ‘গত দুই বছর ধরে আমরা সমাজের শিক্ষাঙ্গানে অবদান রেখে আসছি। এবারের ঈদের আনন্দকে সমাজের সব শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই ক্ষুদ্র চেষ্টা হয়তো পুরো সমাজকে বদলাতে পারবে না,কিন্তু আমাদের এই কার্যক্রমে যদি সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ উৎসাহিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের এই বাংলাদেশ হয়ে উঠবে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ৷ দারিদ্র্য ও ক্ষুধামুক্ত আলোকিত সমাজ গঠনই আমাদের একমাত্র প্রয়াস।’

প্রসঙ্গত, সামাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং স্বেচ্ছাসেবামূলক কাজের উদ্দেশ্যে ২০১৬ সালে একটি সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় চলো পাল্টাই বন্ধু সংগঠন (সিপিবিএস)।


সর্বশেষ সংবাদ