জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ফকির রফিকুল আলমের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. ফকির রফিকুল আলমের ডিন (ভারপ্রাপ্ত) হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। তার আইডি থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) অধ্যাপক ফকির রফিকুল আলমের হোয়াটসঅ্যাপ আইডি থেকে টাকা চেয়ে বার্তা দেওয়া শুরু করে চক্রটি। বার্তায় তারা বলছে, ‘জরুরী বিকাশে ২৭ হাজার টাকার দরকার পড়েছে এই মুহূর্তে দেওয়া যাবে?’
হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রফেসর ড. ফকির রফিকুল আলমে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। কাউকে টাকা লেনদেন না করার অনুরোধ করছি।’