ইবিতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার’

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান © টিডিসি সম্পাদিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, ঐতিহ্য রক্ষার্থে ও তাঁর প্রতি সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার’। 

আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১৯তম অনুষদীয় সভায় এই চেয়ার প্রতিষ্ঠার ব্যাপারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলে আলোচনা ও সিন্ডিকেটের অনুমোদনের প্রেক্ষিতে এই চেয়ার প্রতিষ্ঠিত হবে। 

সভায় উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী,  বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শিদ রতন, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্যর অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল ইসলাম, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন : ওসমান হাদির স্মরণে ইবিতে হাদির উক্তি ও বক্তব্য প্রদর্শনী

সংশ্লিষ্টরা জানান, প্রথমত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যার ডাকে বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করে। দ্বিতীয়ত, স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও তিনি। যেখানে ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্য ছিলো তাঁর। তাই, তাঁর নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেয়ার প্রতিষ্ঠা করাই ছিলো সবচেয়ে যৌক্তিক দাবি। কিন্তু ফ্যাসিস্ট সরকার বৈষম্য করে তাঁর নামে চেয়ার প্রতিষ্ঠা না করে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার' প্রতিষ্ঠিত করে। 

জানা যায়, অনুষদীয় সভায় প্রথমে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এই চেয়ার স্থাপনের প্রস্তাব দেওয়া হলেও সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এই চেয়ার কোন বিভাগের অধীনে না দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্থাপনের আহবান জানান। সভায় উপস্থিত প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার অনুমোদনের পরপরই একজন স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও মর্যাদাপূর্ণ শিক্ষককে এ চেয়ারে নিয়োগ দেওয়া হবে। এ পদে নিয়োগ পাওয়া অধ্যাপকরা ‘শহীদ প্রেসিডেন্ট চেয়ার’ বা ‘শহীদ প্রেসিডেন্ট চেয়ার অধ্যাপক’ পদবিতে ভূষিত হবেন। তিনি জিয়াউর রহমানের জীবন, দর্শন ও গবেষণা চর্চা ছাড়াও প্রয়োজনে গ্রন্থ প্রকাশও করতে পারবেন। 

জানতে চাইলে কলা অনুষদের ডিন ও জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিকে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন। তাঁর সম্মানার্থে এই বিশ্ববিদ্যালয়ে অনেক আগেই একটি চেয়ার প্রতিষ্ঠা করা উচিত ছিলো। চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনামলের অবসানের পরে সুযোগ এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি হওয়া বৈষম্য দূর করে তাঁর প্রাপ্য সম্মান তাঁকে ফিরিয়ে দেওয়ার। সেই জায়গা থেকেই আজ অনুষদীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশাকরি খুব দ্রুতই এটি বাস্তবায়ন হবে৷ 

ট্যাগ: ইবি
বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9