শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস দিচ্ছে জবি প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে গাড়ি বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক। আজ রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
এদিন সকালে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ভবন গুলোর অবস্থা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল ১০ টার আগে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জকসুর ভিপি প্রার্থী ও ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম এবং একেএম রাকিব পৃথক ভিডিও বার্তায় এই দাবি জানান প্রশাসনের নিকট।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের সকলে একত্রে যদি বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভা নিবে কিনা সিদ্ধান্ত নিবে ওই বিভাগ।
উপাচার্য আরও বলেন, আমরা একটা তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবন গুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে ৩০ তারিখ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।
জকসুর বিষয়ে তিনি বলেন, জকসু কার্যক্রম যেভাবে চলমান আছে এটা চলমান থাকবে যথারীতি অনুযায়ী। তারপরও আগামীকাল প্রার্থীদের নিয়ে তাদের মতামত জানার জন্য নির্বাচন কমিশন বসবে।