উপাচার্যকে সভাপতি করে জবির নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি গঠন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে সভাপতি করে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তিসহ সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে 'কেন্দ্রীয় ভর্তি কমিটি' গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপাচার্যের আদেশক্রমে রেজিস্টার অধ্যাপক ড. মো শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি প্রকাশ করা হয়।
উপাচার্য অধ্যাপক রেজাউল করিম পিএইচডি এর নেতৃত্বে বাকি সদস্যরা হলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো শেখ গিয়াস উদ্দিন।
এ আদেশে আরো বলা হয়, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভার (জরুরী সভা) সিদ্ধান্ত মোতাবেক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তিসহ সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে এ কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়।
এর আগে গতকাল বুধবার জানানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে। একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় -ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর (শনিবার) এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ২৬ ডিসেম্বর শুক্রবার, সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর (শনিবার), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২৩ জানুয়ারি (শুক্রবার)।