সাজিদ হত্যার বিচার চেয়ে ‌‘কড়া’ বক্তব্যের পর দুই ছাত্রনেতাকে শোকজ প্রশাসনের

২৮ অক্টোবর ২০২৫, ১২:৫০ PM
ইবি প্রশাসনের শোকজ পাওয়া দুই ছাত্রনেতা ইসমাইল হোসেন রাহাত ও মো. শামীম

ইবি প্রশাসনের শোকজ পাওয়া দুই ছাত্রনেতা ইসমাইল হোসেন রাহাত ও মো. শামীম © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার চেয়ে ‘কড়া’ বক্তব্য দিয়ে প্রশাসনের শোকজ পেয়েছেন দুই ছাত্রনেতা। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

যদিও উভয় শোকজ নোটিশেই তাদের সাংগঠনিক পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনকে ‘বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’ এবং শামীম তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক হলেও তাকে সভাপতি হিসেবে উল্লেখ করেছে প্রশাসন।

শোকজ প্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক মো. শামীম। নোটিশে তাদের বক্তব্যের উৎস ও কারণ ব্যাখ্যা করে তিন কার্যদিবসের মধ্যে প্রক্টরের দপ্তরে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ অক্টোবর সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ‘অন্ধের তদন্ত যাত্রা’ শীর্ষক প্রতীকী লাশ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসন ভবনের নিচে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। 

আরও পড়ুন: ঢাবির সাংবাদিকতা বিভাগে চেয়ারম্যান হওয়ার মতো নেই কেউ, দেড় বছর ধরে দায়িত্বে অন্য বিভাগের শিক্ষক

সেখানে রাহাত ও শামীম ‘হত্যাকারীর বিষয়ে প্রশাসন অবগত থাকার পরেও ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হবে বলে তাদের গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’, এমন মন্তব্য করেন। এতে ক্যাম্পাসের সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, রাজনৈতিক ছাত্রনেতাদের এমন মন্তব্যের পর দুপুরে প্রক্টর অফিসে সিআইডি টিমের সঙ্গে বৈঠক হয়। এতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামও তদন্তের স্বার্থে সিআইডি যখন যাকে ডাকবে, যত ব্যস্তই থাকুক, তাকে তখনই সময় দিতে হবে মর্মে প্রশাসনকে একটি প্রজ্ঞাপন জারির আবেদন জানান। প্রশাসনের পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে পরের দিন প্রজ্ঞাপন জারি করা হয়।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9