ইবিতে বিশুদ্ধ পানির ডিবাইস বিতরণ © টিডিসি ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ডিজিটাল ডিভাইস বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে কলা অনুষদভুক্ত বিভাগগুলোর মধ্যে এ ডিভাইস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন উমামা ফাতে
অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘ডিন হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নানা সমস্যা চিহ্নিত করেছি। এর মধ্যে সুপেয় পানির ব্যবস্থা ছিল জরুরি। কারণ কলা ভবনে পানির স্তর অনেক নিচে থাকায় টিউবওয়েল স্থাপন সম্ভব হয়নি। আগে বাইরে থেকে পানি আনতে হতো, যা ছিল খুবই কষ্টসাধ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এখন এ সমস্যা সমাধান হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে কলা অনুষদে এ উদ্যোগ নেয়ায় ডিনকে ধন্যবাদ জানাই। তবে শুধু ব্যবস্থা করলেই হবে না, নিয়মিত পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পানির অপচয় রোধ করাও জরুরি।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় একসময় বিরান অঞ্চলে গড়ে উঠলেও এখন এটি সুশোভিত পরিবেশে পরিণত হয়েছে। বিশুদ্ধ পানি শরীরের জন্য অপরিহার্য। একজন আদর্শ ছাত্রের ব্যাগে বই-খাতার পাশাপাশি ছাতা ও পানির বোতল থাকা উচিত। কিডনি ও লিভারের সুস্থতায় পানি অপরিহার্য। শিক্ষার্থীরা যেন সবসময় বিশুদ্ধ পানির সেবা পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’