ক্যান্সারের কাছে হার মানলেন যবিপ্রবি শিক্ষার্থী সাজ্জাদ
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১০:৩০ PM
ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের ৪র্থ ব্যাচের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
শনিবার (২৩ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ৭ টায় ঢাকার মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে তাঁর শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বিরল ও জীবনঘাতি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মো. সাজ্জাদ হোসেনের গ্রামের বাড়ি ঝিনাইদহের ভবানীপুর।
আরও পড়ুন: ৬০ হাজার শিক্ষক পদ শূন্য, যেভাবে পূরণ করবে এনটিআরসিএ
এক শোক বাণীতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেনের অকাল মৃত্যু সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক। দীর্ঘদিন ধরে সাজ্জাদ বিরল ও জীবনঘাতি ক্যান্সারে আক্রান্ত ছিল। তাঁর এমন অকাল মৃত্যুতে যবিপ্রবি হারিয়েছে একজন মেধাবী শিক্ষার্থী এবং তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।
আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে সাজ্জাদের অসুস্থ হওয়ার পাশে তাঁর শিক্ষক, সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়িয়েছেন, এ জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই।
এদিকে সাজ্জাদের অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিজ্ঞান অনুষদ, রসায়ন বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।