ববিতে শিক্ষার্থীরা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করে © টিডিসি ফোটো
অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সমাবেশের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটে গিয়ে কর্মসূচি শেষ করে।
সমাবেশ ও মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘বাজেট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, ৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার, এবং মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর।’
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, ‘আমরা যৌক্তিক আন্দোলন করছি। সাধারণ মানুষের কোনো সমস্যা চাই না, তবে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।’
আরও পড়ুন: গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে মোট নিহত ১৭৬০
আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘দেশের হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলো অবহেলিত। ১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় যে গুরুত্ব পাওয়ার কথা ছিল, তা পায়নি। আমরা আর বঞ্চিত থাকতে চাই না।’
প্রসঙ্গত, গত ২৮ জুলাই থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে। তাদের দাবি— বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং ২০০ একর জমি অধিগ্রহণ। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠোর রূপ নিতে পারে।