‘হামলা, মামলা ও নির্যাতন করে সাংবাদিকদের কলম থামানো যাবে না’

এj মানববন্ধনের আয়োজন করেন পাবিপ্রবি প্রেসক্লাব
এj মানববন্ধনের আয়োজন করেন পাবিপ্রবি প্রেসক্লাব  © টিডিসি ফটো

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার বিচারসহ বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের বিচার ও নিরাপত্তার দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনের আয়োজন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এ সময় ক্লাবের সভাপতি বলেন, হামলা,মামলা ও নির্যাতন করে সাংবাদিকদের কলম থামানো যাবে না

‎সোমবার (১১ আগস্ট) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

পাবিপ্রবি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক তুহিন সহ বিগত বছরগুলোতে ও গণ-অভ্যুত্থানের নিহত সাংবাদিকদের বিচারের দাবি জানান। এ সময় বক্তারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের দমননীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের দাবি জানান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, 'গত বুধবার গাজীপুরে একজন সাংবাদিকদের ওপর হামলা হয়, পরদিন আরেকজন সাংবাদিককে কুপিয়ে  হত্যা করা হয়েছে। আমি ইন্টেরিমকে প্রশ্ন করতে চাই সাংবাদিকদের জীবন কি এতই তুচ্ছ হয়ে গেছে যে দিনের পর দিন হত্যা করা হচ্ছে আর কেন এর কোন বিচার হচ্ছে না? 

আমি বলতে চাই হামলা করে, মামলা করে সাংবাদিকদের কলম থামানো যাবে না। ক্যাম্পাসে মিছিল করে সাংবাদিকদের কলম রুখে দেওয়া যাবে না। আমরা সত্য প্রকাশ করবই।  আপনি দুজনকে গ্রেফতার করেছেন আবার সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, আবার সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে এর শেষ কোথায়? যেই সমাজে আপনি সাংবাদিককে হত্যা করতে পারেন সেই সমাজে আপনি অনেক সত্যকে হত্যা করতে পারেন। সাংবাদিকদের ওপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, আমরা এর বিচার চাই। সাংবাদিকদের নিরাপত্তা চাই, কাজের স্বাধীনতা চাই।'

এই ঘটনা কেবল একজন সাংবাদিকের জীবনহানিই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে একটি মারাত্মক আঘাত। এ ঘটনা সাংবাদিক সমাজের জন্য একটি গুরুতর হুমকি। সাংবাদিকদের উপর এরকম বর্বর হামলা, হেনস্থা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসাথে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছি।'

এ সময় আরো বক্তব্য রাখেন, দপ্তর সম্পাদক এমরান হোসাইন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, সদস্য নকিব মাহমুদ জামী, সাবেক আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ।


সর্বশেষ সংবাদ