তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান মাহমুদুর রহমানের

০৫ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান © সংগৃহীত

তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আসন্ন নির্বাচনে বিজয়ী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি। 

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি মুসলমান অধ্যুষিত দেশ। আয়তনের হিসাবে খুব বড় না হলেও জনসংখ্যার হিসেবে এটা বিশাল রাষ্ট্র। যেকোনো এক্সটার্নাল থ্রেট প্রথমে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকেই আসে। সামরিক দিক দিয়ে আমরা শক্তিশালী না। কিন্তু পার্শ্ববর্তী ভারত সামরিক দিক দিয়ে শক্তিশালী একটি রাষ্ট্র। আমাদের তরুণরা বুলেট ভয় পায় না। তাদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হলে যখনি এরকম কোন হুমকি আসবে, আমাদের তরুণরা তা মোকাবেলা করতে পারবে।’ 

মাহমুদুর রহমান বলেন, ‘পার্শ্ববর্তী ভারতের সাথে আমাদের ৪ হাজার কিলোমিটারের বর্ডার রয়েছে। ভারত একটি হিন্দু রাষ্ট্র, পার্শ্ববর্তী মায়ানমার একটি বৌদ্ধ রাষ্ট্র। আমরা মুসলমানরা যে রাষ্ট্র হিসেবে পরিবেষ্টিত আছি সেখানে কিন্তু ধর্মের মানুষের বসবাস। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা কর‍তে পারলে এমন কোন দেশ থাকবে না যারা ১৮ কোটি মুসলমানদের দেশকে পরাজিত করতে পারবে।’ 

এই হুমকি মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিপ্লব কোন সাধারণ বিপ্লব ছিল না, এটি ছিল ৭১ এ অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠনকারী ফ্যাসিস্ট এবং ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। এই বিপ্লব বাংলাদেশের মানুষের উপরে ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল তার বিরুদ্ধে হয়েছিল।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন সহ ক্রিয়াশীল ছাত্র সংগঠন, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9