তিতুমীর কলেজের শহীদ মামুন ছাত্রাবাসের ক্যান্টিন উদ্বোধন

ছাত্রাবাসে ক্যান্টিনের উদ্বোধন
ছাত্রাবাসে ক্যান্টিনের উদ্বোধন  © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের বহুল প্রতীক্ষিত শহীদ মামুন ছাত্রাবাসের ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় হলের ক্যান্টিনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়। ক্যান্টিন উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ হল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, এতদিন ক্যান্টিন না থাকায় আমাদের বাইরে গিয়ে খাবার কিনতে হতো, যা খুবই কষ্টকর ছিল। এখন হলে থেকেই স্বল্পমূল্যে ভালো খাবার পাওয়া যাবে। এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা। শুধু খাবার নয়, এই ক্যান্টিন হবে আমাদের আড্ডা, আলোচনা ও বন্ধুত্বের অন্যতম স্থান। হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় হল তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ আল নূর বলেন, ‘আজ আমাদের একটি প্রতিশ্রুতি পূরণের দিন। মহান আল্লাহ তায়ালার কাছে লাখো শুকরিয়া তিনি আমাদের এই ক্যান্টিনটি অল্প সময়ের মধ্যে উদ্বোধনের সুযোগ দিয়েছেন। আজ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তোমাদের ধৈর্য, সাহস ও ডেডিকেশনই এই সফলতার মূল ভিত্তি। ভবিষ্যতেও ক্যান্টিন পরিচালনায় তোমাদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।’

ক্যান্টিন পরিচালনাকারী প্রতিষ্ঠান এ.টি ফ্যাশনের মালিক জানান, কিছু অসম্পূর্ণ কাজ শেষ হলে আগামী ৫ আগস্ট থেকে ক্যান্টিন পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।


সর্বশেষ সংবাদ