হাবিপ্রবিতে শাস্তির মুখে ছাত্রলীগের ১০২ জন, মামলা করবে প্রশাসন

১৯ জুলাই ২০২৫, ১১:৩১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৫:০৯ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গত বছরের জুলাইয়ে চলমান আন্দোলনে হামলার ঘটনায় শাস্তির মুখে পড়ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০২ নেতাকর্মী। সংশ্লিষ্ট ঘটনায় গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পর প্রশাসনের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারীদের চিহ্নিত করতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করে। তদন্তে উঠে আসে যে, শিক্ষার্থীদের দমন করতে হলে অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল এবং সেগুলো ৫ আগস্ট অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

কমিটি অভিযুক্তদের অপরাধ অনুযায়ী দুটি আলাদা তালিকা করে। একটি তালিকায় রয়েছে ৮৫ জন, অন্যটিতে ১৭ জনের নাম। মোট ১০২ জনের বিরুদ্ধে বিভিন্ন মাত্রার শাস্তির সুপারিশ করা হয়েছে যার মধ্যে রয়েছে আজীবন বহিষ্কার, দুই থেকে তিন বছরের বহিষ্কার, সনদপত্র বাতিল বা স্থগিত এবং রাষ্ট্রীয় আইনে মামলা।

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৯তম সভায় উত্থাপিত হয় এই তালিকা। পরে বোর্ড থেকে অনুমোদন পেয়ে শাস্তি কার্যকরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে ইতোমধ্যে চিঠি তৈরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক মো. শামসুজ্জোহা বলেন, ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অনৈতিক কাজে না জড়ায়, সে জন্য প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছে। বিশ্ববিদ্যালয় তা বাস্তবায়নের দিকে যাচ্ছে।

হাবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রার আবু হাসান বলেন, শৃঙ্খলা কমিটির সুপারিশের আলোকে রিজেন্ট বোর্ড সিদ্ধান্ত দিয়েছে এবং সেটি বাস্তবায়নে কাজ চলছে। অভিযুক্তদের চিঠি দেওয়া হচ্ছে, তাঁদের বক্তব্য যাচাই করে প্রয়োজন হলে মামলা করা হবে।

প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের জবাব পাওয়ার পর পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে কারা ফৌজদারি মামলার আওতায় পড়বে। সেই মামলাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই করা হবে।

উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9