জুলাই বিপ্লবে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন: ইআবি ভিসি

১৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
ইআবি ভিসি অধ্যাপক ড. মো. শামছুল আলম

ইআবি ভিসি অধ্যাপক ড. মো. শামছুল আলম © টিডিসি ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, জুলাই বিপ্লবে শহীদরা এ দেশের মানুষকে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে 'জুলাই শহীদ দিবস' উদ‌্‌যাপন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও আহত জুলাইযোদ্ধাকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে উল্লেখ করে ভিসি বলেন, বাকস্বাধীনতা, বৈষম্যরোধ ও দুর্নীতির বিরুদ্ধে যে লক্ষ্য নিয়ে এ বিপ্লব সংগঠিত হয়েছে তার মূল স্পিরিট আমাদের ধারণ করতে হবে। 

তিনি আরো বলেন, শহীদদের আত্মত্যাগ কেবল আনুষ্ঠানিকতা নয়। বরং সকল ভেদাভেদ দূরে ঠেলে দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সকল ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং এ দেশের মুসলমানদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে নিজ নিজ কর্মক্ষেত্রে সততার সাথে সকলকে কাজ করারও আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্টার মো. আইউব হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, উপ-পরিচালক মো: জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক. কর্মকর্তা ও কর্মচারীরা। 

অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে জুলাইযোদ্ধা ঢাকা আলিয়া মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী হাবিব উল্লাহ হামিমকে তার চিকিৎসা খরচ বাবদ ২ লাখ টাকার অনুদান চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শামছুল আলম। 

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে “শহীদ আবু সাঈদ গ্রন্থাগার” নামে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নামকরণ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

১০ হাজারের বেশি প্রতিষ্ঠান প্রধানের পদ শূন্য
  • ১৫ জানুয়ারি ২০২৬
মানুষের বিচার করবে এআই! যা বলছেন বিশেষজ্ঞরা
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-ইসলামী আন্দোলনের সমঝোতার জট কাটছে না, রাজনীতিতে দুই…
  • ১৫ জানুয়ারি ২০২৬
মাস্টারমাইন্ড জাবেদ পাটোয়ারি, বাস্তবায়নকারী টি এম জুবায়ের
  • ১৫ জানুয়ারি ২০২৬
কোপা দেল রে থেকে মাদ্রিদের বিদায়: আরবেলোয়ার বিষাদময় অভিষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9