ফেনীতে প্রোগ্রামিং বিষয়ক কর্মশালার উদ্বোধন
- জহিরুল কামরুল, প্রদায়ক
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ০৬:০৮ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৬:০৮ PM
ফেনী জেলা প্রশাসকের পরিচালনায় জেলার শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের উদ্যোগে ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কোডিং ও প্রোগ্রামিং কর্মশালার উদ্বোধন করা হয়েছে। দিনব্যাপী কর্মশালায় ওই বিভাগের প্রায় ৩০জন শিক্ষার্থী অংশ নেন।
শনিবার দুপুরে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সভাপতি সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সাঈদ হোসেন পারভেজ, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মফতুজ আরা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মো. ওয়াহিদুজজামান তার বক্তব্যে কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা এ কর্মশালা শেষে ছোট ছোট কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে সক্ষম হবে। এমনকি কম্পিউটারের প্রোগ্রাম সম্পর্কে তোমাদের বিশাল অর্জন লক্ষ্য করতে পারবে। যা তোমাদের ভবিষ্যতে চলার পথে কাজে লাগবে।8