বাকৃবিতে রোভারদের পিআরএস কর্মশালা ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড
- বাকৃবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৮:৪৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ শীর্ষক একটি কর্মশালা। বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান শিপু (পিআরএস, সিডিআরএস)। তিনি পিআরএস (President’s Rover Scout Award) এবং সিডিআরএস (Community Development Rover Scout Award) অর্জনের ধাপ ও প্রয়োজনীয় কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন।
আরও পড়ুন: ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল. অধ্যাপক ড. শায়লা সারমিন ও জি.আর.এস.এল. ড. মো. জহিরুল আলম। এতে অংশগ্রহণ করেন বাকৃবির রোভার স্কাউট গ্রুপের প্রায় ৪০ জন রোভার সদস্য।
বক্তারা বলেন, পিআরএস ও সিডিআরএস অর্জন শুধু ব্যক্তিগত স্বীকৃতিই নয়, এটি সমাজসেবায় তরুণদের অংশগ্রহণ বাড়াতেও অনুপ্রেরণা জোগায়। অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা কার্যকর পরিকল্পনা ও বাস্তবমুখী অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।