সেই ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ, শিক্ষার্থীদের আনন্দ মিছিল

০১ জুলাই ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৭:২৩ PM
ইবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ইবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল © সংগৃহীত

যৌন হয়রানি ও অনৈতিকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত  করা হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে করেছেন বিভাগের শিক্ষার্থীরা।      

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সামনে থেকে শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা হাততালি, স্লোগান এবং প্ল্যাকার্ডের মাধ্যমে প্রশাসনের সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানান।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে হাফিজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছিল না। আমরা নিরলসভাবে আন্দোলন করে গিয়েছি, অবশেষে আমাদের দাবির জয় হয়েছে। আমরা চাই, একটি নিরাপদ ও সম্মানজনক শিক্ষাব্যবস্থা নিশ্চিত হোক।

শিক্ষার্থীদের দাবি, শুধু হাফিজুল ইসলাম নয়, ক্যাম্পাসে যারা এই ধরনের অপকর্মে জড়িত, তাদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

প্রসঙ্গত, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে সমকামিতা, ফলাফল বিকৃতি, শিক্ষার্থীদের হয়রানি ও হুমকি দেওয়াসহ মোট ২৭টি অভিযোগের ভিত্তিতে গত ৭ অক্টোবর বিভাগটির শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তদন্তে প্রমাণ মেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে এবং শাস্তি পুনর্বিবেচনার দাবি তোলে। পরবর্তীতে সোমবার (৩০ জুন) প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, হাফিজুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। এ সিদ্ধান্ত গত ৩১ মে থেকে কার্যকর হয়েছে।

বিকাশ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৪৭ আসনে দু-এক দিনের মধ্যে প্রার্থী ঘোষণা: এহসানুল মা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড বাতিলের বিজ্ঞপ্তিটি ভ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার, রুমমেট পুলিশ হে…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9