কুবিতে গবেষণায় বরাদ্দ বেড়েছে

৩০ জুন ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৯:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গবেষণায় পূর্বের থেকে ৩২ লাখ টাকা বাড়িয়ে ২ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছ। রবিবার (৩০ জুন) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১০৪তম সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৩.৮৫ শতাংশ। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৬১ লাখ টাকা।

প্রসঙ্গত, এই বাজেটের অন্যান্য খাতে ৬২.৭৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে, ২৬.৪৯ শতাংশ পণ্য ও সেবা বাবদ, এবং ৬.৯১ শতাংশ মূলধন অনুদান হিসেবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘২০০৭-০৮ অর্থবছরে কুবির বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। এখন তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকায়। এটি একটি বড় অর্জন। বিশেষ করে নিজস্ব অর্থায়ন হ্রাস করে সরকারি অনুদান বৃদ্ধি করা সম্ভব হয়েছে, যা আশাজনক। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী বাজেট আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘ইউজিসির প্রস্তাবিত বরাদ্দ প্রয়োজনের তুলনায় এখনও অপর্যাপ্ত। তবে সংশোধিত বাজেট আলোচনার মাধ্যমে আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. মো. হায়দার আলী। তিনি বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট ব্যয় করা হবে।’

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকির অভিযোগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9