কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি-বুয়েট, তালিকায় আরও যেসব সরকারি বিশ্ববিদ্যালয়

১৯ জুন ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৩:৩৯ PM
কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশসেরা আট সরকারি বিশ্ববিদ্যালয়

কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশসেরা আট সরকারি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে দেশের ১৫ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এতে আটটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের সেরা অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

তালিকায় থাকা বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো- সপ্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১২০১-১৪০০), অষ্টম রাজশাহী বিশ্ববিদ্যালয় (১২০১-১৪০০), দশম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+), ১৩তম খুলনা বিশ্ববিদ্যালয় (১৪০০+), ১৪তম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+) এবং ১৫তম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+)।

তালিকায় দেশের সেরা ঢাবি গতবার (২০২৫ সালের র‌্যাঙ্কিং) প্রথমবারের মতো ৬০০–এর নিচে (৫৫৪তম) আসার পর এবার কিছুটা পিছিয়ে এ বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এবারের র‍্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ৫৮৪তম। দ্বিতীয় হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে নেই কোনো উন্নতি কিংবা অবনতি। গতবারের মতো তাদের অবস্থান ৭৫০–এর পরে (৭৬১-৭৭০তম)। 

তালিকায় দেশের সেরা ১৫-এর মধ্যে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- তৃতীয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (৯৫১-১০০০তম), চতুর্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১০০১-১২০০), পঞ্চম ব্র্যাক ইউনিভার্সিটি (১২০১-১৪০০), ষষ্ঠ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (১২০১-১৪০০), নবম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১৪০০+), ১১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (১৪০০+) এবং ১২তম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (১৪০০+)।

আরও পড়ুন: কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশের ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়, শীর্ষে নর্থ সাউথ-ড্যফোডিল-ব্র্যাক

গতবারের মতো বেসরকারি নর্থ সাউথ ইউনির্ভাসিটি তৃতীয় স্থান অর্জন করেছে। ঢাবির মতো এ বিশ্ববিদ্যালয়ও র‌্যাঙ্কিংয়ের অবস্থান পিছিয়েছে। এবার তাদের অবস্থান ৯৫১-১০০০তম, যা গতবার ছিল ৯০১-৯৫০তম। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস আজ বৃহস্পতিবার (১৯ জুন) তাদের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে। ২০২৬ সালের ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শীর্ষক এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ১৫টি সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষালয়।

র‌্যাংকিংয়ে বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- প্রথম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), দ্বিতীয় যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ, লন্ডন, তৃতীয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, চতুর্থ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যারয়, পঞ্চম যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, যষ্ঠ যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি, সপ্তাম সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ, অষ্টম ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, নবম যুক্তরাজ্যের ইউসিএল এবং দশম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9